DBC News
জাতীয় নির্বাচন: ব্যস্ত সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশীরা

জাতীয় নির্বাচন: ব্যস্ত সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশীরা

আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা। ব্যানার, ফেস্টুন আর সভা সমাবেশে যোগ দিয়ে নিজেদের অবস্থানের জানান দিচ্ছেন তারা। বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপিতে রয়েছেন একাধিক মনোনয়ন প্রত্যাশী।

ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ ও মধ্যনগর নিয়ে জেলার সবচেয়ে বড় আসন সুনামগঞ্জ-১। সারাদেশের মতো এখানেও আগামী একাদশ জাতীয় নির্বাচনের হাওয়া ছড়িয়ে পড়েছে।

এই আসনে টানা দুইবারের সংসদ সদস্য আওয়ামী লীগের মোয়াজ্জেম হোসেন রতন এবারও দলীয় মনোনয়ন চাইবেন।

সুনামগঞ্জ-১ এর সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বলেন, 'আমরা নির্বাচনের স্বার্থে এবং আওয়ামী লীগকে টিকিয়ে রাখার স্বার্থে সকল নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ। ব্যক্তি স্বার্থের কোনো বিষয় আমার বিবেচ্য না।' 

তবে সাবেক সংসদ সদস্য সৈয়দ রফিকুল হক সোহেলসহ আরও অন্তত ৭ জন আওয়ামী লীগের মনোনয়ন আশা করছেন।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শামীমা শাহরিয়ার বলেন, 'সবার সঙ্গে আমার সম্পৃক্ততা আছে। আমার বিশ্বাস যদি এখানে আমাকে মনোনয়ন দেয়া হয় তবে আমি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবো।'

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রণজিত সরকার বলেন, 'আগামী দিনে দলে তরুণ নেতৃত্ব আসবে। নেত্রী অবশ্যই আমাদের মতো ত্যাগী নেতাদের মনোনীত করবেন।'

এদিকে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য নজির হোসেন ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার রফিকুল ইসলামসহ অন্তত ৮ জন।

জলমহাল, বালুমহাল ও শুল্ক স্টেশন থাকায় আসনটি গুরুত্বপূর্ণ। এ আসনে পাঁচবার আওয়ামী লীগ ও দুইবার বিএনপি জয়ী হয়েছে।

আরও পড়ুন

শেখ হাসিনার ট্রেনে হামলা মামলায় সাজাপ্রাপ্ত আসামি টেনুর মৃত্যু

১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাকি...

'বিএনপি-জামায়াতের মদদেই গ্রেনেড হামলা'

বিএনপি-জামায়াতের মদদেই ২১শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রাজনৈতিক সভায় যুদ্ধের অস্ত্র গ্রেনেড হামলা নজিরবিহীন।&n...

বিয়ের গেট ধরাকে কেন্দ্র করে বর-কনে পক্ষের সংঘর্ষ

কনের বিদায় অনুষ্ঠান, বরপক্ষ কনে আনতে হাজিরও হয়েছেন যথা সময়ে। সাথে এসেছে বরের বন্ধু-বান্ধব আর আত্নীয়-স্বজন। তবে বিয়ে বাড়িতে ঢোকার আগেই ঘটে বিপত্তি। বিয়ে বাড়ি...

ভোলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ভোলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ মো: সোহাগ (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাতে সদর উপজেলার আলীনগর এলাকা থেকে তাক...