DBC News
২২শে ডিসেম্বর সিডনিতে বিজয় দিবস ওপেন এয়ার কনসার্ট

২২শে ডিসেম্বর সিডনিতে বিজয় দিবস ওপেন এয়ার কনসার্ট

অস্ট্রেলিয়ার সিডনিতে বিজয় দিবস ওপেন এয়ার কনসার্ট উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নাইম আবদুল্লাহ জানান, মহান বিজয় দিবসকে সামনে রেখে গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট আগামী ২২শে ডিসেম্বর সিডনির বেলমোর স্টেডিয়ামে বিজয় দিবস ওপেন এয়ার কনসার্টের আয়োজন করেছে। 

রবিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য  জানানো হয়।  গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট এর পক্ষে সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এনামুল হক, ফয়সাল আজাদ, মিরাজ হোসেন ও মাশরুল ইসলাম। 

আয়োজকরা জানান, অনুষ্ঠানে দেশের জনপ্রিয় ব্যান্ড দল সোলস, ওয়ারফেইজ এবং ঐশী গান পরিবেশন করবেন। কৌতুক অভিনেতা জামিল আহমেদ, আবু হেনা রনি ও ডিজে রাফসানও অংশ নেবেন এই কনসার্টে।