DBC News
সিডনিতে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীর দোয়া ও আলোচনা সভা

সিডনিতে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীর দোয়া ও আলোচনা সভা

অস্ট্রেলিয়ার সিডনিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সিডনি থেকে নাইম আবদুল্লাহ জানান, শুক্রবার সন্ধ্যায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন, সংসদ সদস্যা সাবিনা আক্তার তুহিন।  উক্ত দোয়া ও আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সিডনি শাখার নেতারা।