DBC News
'রোহিঙ্গা সংকটে বাংলাদেশের উদ্যোগ পর্যাপ্ত'

'রোহিঙ্গা সংকটে বাংলাদেশের উদ্যোগ পর্যাপ্ত'

রোহিঙ্গাদের আশ্রয় এবং সাহায্যে বাংলাদেশ অনেক ভালো উদ্যোগ নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর ডেপুটি রিপ্রেজেন্টেটিভ পাপা কিসমা সিলা। রোহিঙ্গা প্রত্যাবাসনে দুই দেশের সঙ্গেই কথা বলে সমাধান বের করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

রবিবার বিকেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রোহিঙ্গা সমস্যা নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে এই মন্তব্য করেন তিনি।

দুই দিনের এই সম্মেলনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারতসহ পাঁচটি দেশের প্রতিনিধিরা অংশ নেন। ২২টি সেমিনারের মধ্য দিয়ে রোহিঙ্গা সংকট, সমাধানের উপায় এবং করণীয় নিয়ে আলোচনা করেন বক্তারা।

সমাপনী অনুষ্ঠানে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো নির্যাতনকে গণহত্যা ও মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন হিসেবে উল্লেখ করে রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকরী পদক্ষেপ নেয়ার ওপর জোর দেন বক্তারা।