DBC News
ব্যস্ত সময় পার করছেন শরীয়তপুর-৩ আসনের নেতাকর্মীরা

ব্যস্ত সময় পার করছেন শরীয়তপুর-৩ আসনের নেতাকর্মীরা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন শরীয়পুর-৩ আসনের নেতাকর্মীরা। মনোনয়নের আশায় কাজ করে চলেছেন আওয়ামী লীগের বেশ কয়েকজন। আর দুইজন বিএনপির মনোনয়ন চাইলেও মাঠে দেখা যাচ্ছে একজনকে।

ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলা নিয়ে শরীয়তপুর ৩ আসন। ৯০ এর পর থেকে আসনটি আওয়ামী লীগের। আওয়ামী লীগের প্রায়ত প্রেসিডিয়াম সদস্য আবদুর রাজ্জাকের মৃত্যুর পর এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন তার ছেলে নাহিম রাজ্জাক। এবারও মনোনয়ন চাইবেন তিনি। 

নাহিম রাজ্জাক বলেন, 'আব্দুর রাজ্জাক এলাকায় যে সব উন্নয়ন কার্যক্রম করেছেন,তার ছেলে হিসেবে আমিও তা চলমান রেখেছি। মননোয়নের আশা অনেকেরই থাকে, কিন্তু দলীয় সভানেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিবেন সে সিদ্ধান্তই আমরা মেনে নিব।' 

এছাড়া আওয়ামী লীগের মনোনয়নের আশা করছেন ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারী, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে।

বাহাদুর বেপারী বলেন, 'আমি মনে করি আগামী সংসদ নির্বাচনে জনগণের ভালোবাসা নিয়ে আমি মননোয়ন পাবো। এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে নৌকা প্রতিককে জয়ী করবে।'

বিএনপির মনোনয়ন পেতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও নিজ এলাকায় ভোট চাইছেন শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদ আহম্মেদ আসলাম। এছাড়া, মনোনায়ন চাইতে পারেন প্রয়াত হেমায়েত উল্লাহ আওরঙ্গের স্ত্রী তাহমিনা আওরঙ্গ।

সাইদ আহম্মেদ আসলাম বলেন, 'আমার দল গণতন্ত্রে বিশ্বাসী, তৃনমুলের কার্যক্রমে বিশ্বাসী। আমি প্রথম থেকেই এলাকায় তৃনমুল কার্যক্রম করে যাচ্ছি। আমার বিশ্বাস আমার দল আমার এ কাজ মূল্যায়ন করে আমাকে মননোয়ন দিবে।' 

তবে জাতীয় পার্টি থেকে এই আসনে নির্বাচন করার কোনো তোড়জোর নেই।

আরও পড়ুন

'জাতীয় ঐক্যের মাধ্যমেই সরকারের পতন হবে'

পয়লা অক্টোবর থেকে দেশব্যাপী সভা-সমাবেশ শুরু করবে জাতীয় ঐক্য প্রক্রিয়া। রাজধানীতে ঐক্য প্রক্রিয়ার আয়োজনে নাগরিক সমাবেশ থেকে এ ঘোষণা আসে। সমাবেশে বিএনপি গণফোরাম,...

'আওয়ামী লীগ ছাড়া জাতীয় ঐক্য নয়'

দেশের সবচেয়ে জনপ্রিয় দল আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো জাতীয় ঐক্য হতে পারেনা। বিএনপি নেতৃত্ব দিলে তথাকথিত জাতীয় ঐক্য হবে-এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্প...

ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিকসহ আটজন নিহত হয়েছে।  আহত হয়েছে অন্তত ২০ জন।আজ শনিবার সকালে সাভার ও ধামরাইয়ে রাস্তা পারাপারের সময় দুই পোশাক শ্র...

তীব্র স্রোতে আবারও ভাঙন পদ্মায়

রাজবাড়ীতে পদ্মা নদীতে স্রোতের গতি বেড়ে যাওয়ায় আবারও নতুন করে ভাঙন শুরু হয়েছে। গেল দুইদিনে সিসি ব্লকের ১৩৫ মিটার নদীগর্ভে বিলীন হয়েছে।  এতে বেড়ীবাঁধের তীর স...