DBC News
আমিরাতে ভিসা বন্ধে ব্যবসায়ীদের দুর্ভোগ

আমিরাতে ভিসা বন্ধে ব্যবসায়ীদের দুর্ভোগ

আরব আমিরাতে ৬ বছর ভিসা বন্ধ থাকায় দেশীয় শ্রমিকের অভাবে বাংলাদেশি ব্যবসায়ীরা নানা সমস্যায় পড়ছেন বলে মন্তব্য করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর ড. রফিক আহমেদ।

আমিরাত থেকে সাইফুল ইসলাম  জানান, শুক্রবার আজমানে বাংলাদেশি মালিকানাধীন তাহজিল সার্ভিস উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ডিন অফ ইসলামিক স্টাডি ইন আল-আজহার ইউনিভার্সিটির অধ্যাপক ড. জামাল ফারুক জিবরেল মাহমুদ, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ দিদারুল আলম ও সাইদ মোহম্মদ হাসান, আবু মোহাম্মদ আবদুল্লাহ জাবের সহ আরো অনেকে।