DBC News
গাড়ি চাপায় নিহত দুই,বিজেপি নেতার ছেলে আটক

গাড়ি চাপায় নিহত দুই,বিজেপি নেতার ছেলে আটক

ভারতের জয়পুরে মদ্যপ অবস্থায় ক্ষমতাসীন দল বিজেপির কিষাণ মোর্চার নেতা বদ্রি নারায়ণ মিনার ছেলে ভূষণ মিনার গাড়ির চাপায় দুই শ্রমিক নিহত হন, এ ঘটনায় আটক হয়েছেন ভূষণ মিনা।

শুক্রবার রাতে জয়পুরের ফুটপাতে ঘুমিয়ে থাকা চার শ্রমিকের ওপর গাড়ি উঠিয়ে দেয় বিজেপি নেতার পুত্র ভারত ভূষণ মিনা। ঘটনার পরপরই তাকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। 

পুলিশ জানায়, দুর্ঘটনার পর আহত অবস্থায় চারজনকে হাসপাতালে নেয়া হয়।  শনিবার সকালে এদের মধ্যে দুজন মারা যান। দুর্ঘটনার সময় ৩৫ বছর বয়সী ভারত ভুষণ মদ্যপ ছিলেন। তার রক্তে বৈধ মাত্রার চেয়েও নয়গুণ বেশি মাত্রার অ্যালকোহল পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ।