DBC News
'ইভিএম নিয়ে বিএনপির অভিযোগ অবান্তর'

'ইভিএম নিয়ে বিএনপির অভিযোগ অবান্তর'

নির্বাচন কমিশনের ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, 'ইভিএম ব্যবহার দেশের নির্বাচন সম্পর্কে ইতিবাচক ধারণার তৈরি করবে। ইভিএম-এ নির্বাচনী ফলাফল কারচুপি করা অসম্ভব। ইভিএম নিয়ে বিএনপি যে অভিযোগ করেছে তা অবান্তর। বিএনপি এর বিরোধিতা করছে কারণ ইভিএম পদ্ধতিতে নির্বাচনে হেরে গেলে অজুহাত দেয়ার সুযোগ নেই।'

আজ শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে একথা বলেন, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী।

বিএনপির চার দফা শর্ত নিয়ে এ সময় ওবায়দুল কাদের বলেন, 'যাদের জনগণের ওপর আস্থা নেই তারা অজুহাত খোঁজে। কোন দল নির্বাচনে অংশ না নিলেও, ভোটের ট্রেন কারও জন্য থেমে থাকবেনা বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সেতুমন্ত্রী বলেন, ‘নিয়ম অনুযায়ীই দশম জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সংবিধান অনুযায়ী নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশন ফ্রি, ফেয়ার নির্বাচন করেছে।'

তিনি বলেন, ‘২০১৪ সালের ৫ই জানুয়ারির নির্বাচনের ট্রেন কি থেমে থাকবে কোনও একটা দলের জন্য। বিএনপি সেই নির্বাচনে অংশ নেয়নি, সেটা তাদের ভুল। সে ভুলের মাশুল তাঁরা আজও দিচ্ছেন। 

তিনি বলেন, 'এখন একটা দল নির্বাচনে অংশ না নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের একটা ফাঁদ তৈরি করেছিল। সেটা তো সংবিধানের দোষ নয়। যাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করার জন্যই নির্বাচনে অংশ নিয়েছিল।’

এছাড়া আগামী নির্বাচনে অংশ নেয়া সম্পর্কে বিএনপির চার দফা শর্ত নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, যাদের জনগনের উপর আস্থা নেই তারা অজুহাত খোঁজে; নিরপেক্ষ সরকারের চেয়েও বেশি দরকার নিরপেক্ষ ইলেকশন কমিশন-যোগ করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, 'নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব। যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাঁদের দরকার নির্বাচনটা নিরপেক্ষ হবে কি না? নিরপেক্ষ নির্বাচন হলে তাঁদের ভয় কোথায়?’

আরও পড়ুন

৬ই ফেব্রুয়ারি জাতীয় সংলাপ করতে চায় ঐক্যফ্রন্ট

আগামী ৬ই ফেব্রুয়ারি জাতীয় সংলাপ করতে চায় ঐক্যফ্রন্ট। বৃহস্পতিবার সন্ধ্যায় স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন ফ্রন্টের নেতারা। তবে, এ বৈঠকে...

গাইবান্ধা-৩: সতর্ক থাকার নির্দেশ ইসির

স্থগিত হওয়া গাইবান্ধা-৩ আসনের নির্বাচন আগামী ২৭শে জানুয়ারি অনুষ্ঠিত হবে; এই নির্বাচন যাতে বিতর্কিত না হয়, সে ব্যাপারে নজর রাখার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন স...

গাইবান্ধা-৩: সতর্ক থাকার নির্দেশ ইসির

স্থগিত হওয়া গাইবান্ধা-৩ আসনের নির্বাচন আগামী ২৭শে জানুয়ারি অনুষ্ঠিত হবে; এই নির্বাচন যাতে বিতর্কিত না হয়, সে ব্যাপারে নজর রাখার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন স...

সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

টাঙ্গাইল, গাজীপুর, কুমিল্লা, রংপুর ও নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৯জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন।সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতীর বাংড়া এলাকায় প্রান্তিক পরিবহ...