DBC News
'ইভিএম নিয়ে বিএনপির অভিযোগ অবান্তর'

'ইভিএম নিয়ে বিএনপির অভিযোগ অবান্তর'

নির্বাচন কমিশনের ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, 'ইভিএম ব্যবহার দেশের নির্বাচন সম্পর্কে ইতিবাচক ধারণার তৈরি করবে। ইভিএম-এ নির্বাচনী ফলাফল কারচুপি করা অসম্ভব। ইভিএম নিয়ে বিএনপি যে অভিযোগ করেছে তা অবান্তর। বিএনপি এর বিরোধিতা করছে কারণ ইভিএম পদ্ধতিতে নির্বাচনে হেরে গেলে অজুহাত দেয়ার সুযোগ নেই।'

আজ শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে একথা বলেন, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী।

বিএনপির চার দফা শর্ত নিয়ে এ সময় ওবায়দুল কাদের বলেন, 'যাদের জনগণের ওপর আস্থা নেই তারা অজুহাত খোঁজে। কোন দল নির্বাচনে অংশ না নিলেও, ভোটের ট্রেন কারও জন্য থেমে থাকবেনা বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সেতুমন্ত্রী বলেন, ‘নিয়ম অনুযায়ীই দশম জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সংবিধান অনুযায়ী নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশন ফ্রি, ফেয়ার নির্বাচন করেছে।'

তিনি বলেন, ‘২০১৪ সালের ৫ই জানুয়ারির নির্বাচনের ট্রেন কি থেমে থাকবে কোনও একটা দলের জন্য। বিএনপি সেই নির্বাচনে অংশ নেয়নি, সেটা তাদের ভুল। সে ভুলের মাশুল তাঁরা আজও দিচ্ছেন। 

তিনি বলেন, 'এখন একটা দল নির্বাচনে অংশ না নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের একটা ফাঁদ তৈরি করেছিল। সেটা তো সংবিধানের দোষ নয়। যাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করার জন্যই নির্বাচনে অংশ নিয়েছিল।’

এছাড়া আগামী নির্বাচনে অংশ নেয়া সম্পর্কে বিএনপির চার দফা শর্ত নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, যাদের জনগনের উপর আস্থা নেই তারা অজুহাত খোঁজে; নিরপেক্ষ সরকারের চেয়েও বেশি দরকার নিরপেক্ষ ইলেকশন কমিশন-যোগ করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, 'নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব। যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাঁদের দরকার নির্বাচনটা নিরপেক্ষ হবে কি না? নিরপেক্ষ নির্বাচন হলে তাঁদের ভয় কোথায়?’

আরও পড়ুন

নুসরাত হত্যায় সোনাগাজী আওয়ামী লীগ সভাপতির ৫ দিনের রিমান্ড মঞ্জুর

নুসরাত হত্যা মামলায় সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে নুসরাত হত্যা মামলায় রুহুল আমিনকে গ্রেপ্তার দেখিয়ে...

'স্বাধীনতার লক্ষ্য বাস্তবায়নে কাজ করছি'

স্বাধীনতার লক্ষ্য অর্জনে আজীবন কাজ করে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেন। গণফোরামের মতিঝিল কার্যালয়ে আয়োজিত নিজ...

নুসরাত হত্যা ঘটনায় আরও একজন গ্রেপ্তার

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। গ্রেপ্তার ইফতেখার উদ্দিন...

শহীদ মিনার চত্বরে অশ্লীল নাচ-গানের অভিযোগ; তদন্ত কমিটি গঠন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় শহীদ মিনার চত্বরে অশ্লীল নাচ-গানের অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর রহমান জানান, বৃহস্প...