DBC News
ইভিএমের বিধান রেখে আরপিও সংশোধনের সিদ্ধান্ত ইসির

ইভিএমের বিধান রেখে আরপিও সংশোধনের সিদ্ধান্ত ইসির

জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএমে ভোটগ্রহণের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিও সংশোধনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। আজ বৃহস্পতিবার বিকেলে, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

তবে ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত এখনও হয়নি বলে সাংবাদিকদের জানিয়েছেন, সিইসি।

তিনি বলেছেন, 'সংসদে (একাদশ সংসদ নির্বাচনে) ইভিএম ব্যবহার হবে-এমন সিদ্ধান্ত হয়নি, তবে আমাদের প্রস্তুতি থাকবে।'

সিইসি আরও জানান, 'জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সুযোগ তৈরিতে আরপিও'র সংশোধনী প্রস্তাব দ্রুততম সময়ে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। যাচাই-বাছাই শেষে সংশোধনী পাশের জন্য জাতীয় সংসদে তোলা হবে। আইন পাস হলে সারা দেশে ইভিএম প্রদর্শনী হবে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হবে।'

প্রধান নির্বাচন কমিশনার বলেন, 'স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার করে ভাল ফল পেয়েছি। প্রয়োজনে যাতে জাতীয় সংসদ নির্বাচনে তা ব্যবহার করা যায়, সে প্রস্তুতি নিতেই আমরা আইন সংশোধনের প্রস্তাব করেছি। রাজনীতিবিদেরা সম্মতি দিলে ইভিএম ব্যবহার করা হবে।

এর আগে বেলা ১১টায় গণপ্রতিনিধিত্ব আদেশ- আরপিও সংশোধনী এনে ইভিএম ব্যববহারের বিধান সংযোজনের বিষয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন চার নির্বাচন কমিশনার। বৈঠক শুরুর ৩০ মিনিটের মধ্যে ইভিএম ব্যবহারের বিরোধিতা করে 'নোট অব ডিসেন্ট' দিয়ে সভা বর্জন করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

ইভিএম ব্যবহারের বিরোধিতা করে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বৈঠক ত্যাগ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হলে সিইসি বলেন, 'এ বিষয়ে ভিন্নমত থাকতেই পারে।'

গত ২৬শে আগস্ট আরপিও সংশোধন বিষয়ে কমিশন সভা অনুষ্ঠিত হয়। ওইদিন সিইসি কেএম নুরুল হুদার সরকারি সফরে শ্রীলঙ্কায় যাওয়ার কারণে বৈঠকটি শেষ না করে মুলতুবি করা হয়। ৩০শে আগস্ট পুনরায় বৈঠকের সময়সীমা নির্ধারণ করা হয়।

কমিশন সভায় আইনের এই সংশোধন অনুমোদন পেলে আইন মন্ত্রণালয়ের ভোটিংয়ের পর তা মন্ত্রিসভায় পাঠানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এরপর ৯ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া জাতীয় সংসদের শেষ অধিবেশনে সংশোধনী প্রস্তাব উত্থাপনের কথা রয়েছে। 

আরও পড়ুন

বিমানবন্দরে আটক হওয়া পিস্তল পুলিশি তদন্তে খেলনা পিস্তল হিসেবে উল্লেখ

কাস্টমস হাউজের বর্ণনায় আসল পিস্তল হলেও পুলিশি তদন্তে তা খেলনা পিস্তল হিসেবে উল্লেখ করা হয়েছে। দুই বছর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই পিস্তল উদ্ধারের সম...

'সবুজ সংকেতের অপেক্ষায় বিএনপির অনেক নেতাকর্মী'

বিএনপি থেকে অনেকেই আওয়ামী লীগে যোগ দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমাদের সভানেত্রী শেখ হাসিনার ক্লিয়ারেন্স পেলে, একটু সবুজ সংকেত পেলেই সারা দেশে বিএনপির বিপুল ন...

'সবুজ সংকেতের অপেক্ষায় বিএনপির অনেক নেতাকর্মী'

বিএনপি থেকে অনেকেই আওয়ামী লীগে যোগ দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমাদের সভানেত্রী শেখ হাসিনার ক্লিয়ারেন্স পেলে, একটু সবুজ সংকেত পেলেই সারা দেশে বিএনপির বিপুল ন...

ফল ঘোষণা পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দিতে তারেকের নির্দেশ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণা হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমান। বিএনিপ'র মনোনয়নপ্...