DBC News
ইভিএমের বিধান রেখে আরপিও সংশোধনের সিদ্ধান্ত ইসির

ইভিএমের বিধান রেখে আরপিও সংশোধনের সিদ্ধান্ত ইসির

জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএমে ভোটগ্রহণের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিও সংশোধনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। আজ বৃহস্পতিবার বিকেলে, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

তবে ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত এখনও হয়নি বলে সাংবাদিকদের জানিয়েছেন, সিইসি।

তিনি বলেছেন, 'সংসদে (একাদশ সংসদ নির্বাচনে) ইভিএম ব্যবহার হবে-এমন সিদ্ধান্ত হয়নি, তবে আমাদের প্রস্তুতি থাকবে।'

সিইসি আরও জানান, 'জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সুযোগ তৈরিতে আরপিও'র সংশোধনী প্রস্তাব দ্রুততম সময়ে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। যাচাই-বাছাই শেষে সংশোধনী পাশের জন্য জাতীয় সংসদে তোলা হবে। আইন পাস হলে সারা দেশে ইভিএম প্রদর্শনী হবে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হবে।'

প্রধান নির্বাচন কমিশনার বলেন, 'স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার করে ভাল ফল পেয়েছি। প্রয়োজনে যাতে জাতীয় সংসদ নির্বাচনে তা ব্যবহার করা যায়, সে প্রস্তুতি নিতেই আমরা আইন সংশোধনের প্রস্তাব করেছি। রাজনীতিবিদেরা সম্মতি দিলে ইভিএম ব্যবহার করা হবে।

এর আগে বেলা ১১টায় গণপ্রতিনিধিত্ব আদেশ- আরপিও সংশোধনী এনে ইভিএম ব্যববহারের বিধান সংযোজনের বিষয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন চার নির্বাচন কমিশনার। বৈঠক শুরুর ৩০ মিনিটের মধ্যে ইভিএম ব্যবহারের বিরোধিতা করে 'নোট অব ডিসেন্ট' দিয়ে সভা বর্জন করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

ইভিএম ব্যবহারের বিরোধিতা করে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বৈঠক ত্যাগ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হলে সিইসি বলেন, 'এ বিষয়ে ভিন্নমত থাকতেই পারে।'

গত ২৬শে আগস্ট আরপিও সংশোধন বিষয়ে কমিশন সভা অনুষ্ঠিত হয়। ওইদিন সিইসি কেএম নুরুল হুদার সরকারি সফরে শ্রীলঙ্কায় যাওয়ার কারণে বৈঠকটি শেষ না করে মুলতুবি করা হয়। ৩০শে আগস্ট পুনরায় বৈঠকের সময়সীমা নির্ধারণ করা হয়।

কমিশন সভায় আইনের এই সংশোধন অনুমোদন পেলে আইন মন্ত্রণালয়ের ভোটিংয়ের পর তা মন্ত্রিসভায় পাঠানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এরপর ৯ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া জাতীয় সংসদের শেষ অধিবেশনে সংশোধনী প্রস্তাব উত্থাপনের কথা রয়েছে। 

আরও পড়ুন

'বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দুদক প্রশ্নবিদ্ধ হবে'

বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে দুর্নীতি দমন কমিশন, দুদকের ভূমিকা প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন আইনজীবীরা। দুদকের তদন্ত সক্ষমতা বাড়ানোর দাবিও তা...

ডেঙ্গুর ব্যাপারে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ

আতঙ্কিত না হয়ে নগরবাসীকে ডেঙ্গুর ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। আর ডেঙ্গু নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধ...

চট্টগ্রামে আজ বিএনপির সমাবেশ

চট্টগ্রামে ২৭ শর্তে দলীয় কার্যালয়ের সামনে আজ সমাবেশ করছে বিএনপি। শনিবার দুপুর ২টায় শুরু হয়ে সমাবেশ চলবে বিকেল ৫টা পর্যন্ত। গত ৪ঠা জুলাই চট্টগ্রাম নাসিমন ভবন বা...

'ট্রাম্পকে দেয়া প্রিয়া সাহার তথ্য অসত্য'

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রিয়া সাহা অসত্য তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপ...