DBC News
আওয়ামী লীগে তিন হেভিওয়েট প্রার্থী, বিএনপির নেই তেমন তৎপরতা

আওয়ামী লীগে তিন হেভিওয়েট প্রার্থী, বিএনপির নেই তেমন তৎপরতা

মাদারীপুর-৩ আসনে মনোনয়ন চান বর্তমান সংসদ সদস্যসহ আওয়ামী লীগের তিন হেভিওয়েট প্রার্থী। এরই মধ্যে গণসংযোগ শুরু করেছেন তারা। আর বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশীর নাম শোনা গেলেও নেই তেমন কোনো নির্বাচনী তৎপরতা।

সদরের পাঁচটি ইউনিয়ন এবং কালকিনি উপজেলা নিয়ে মাদারীপুর-৩ আসন।

বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম এবারও এই আসন থেকে এবারও মনোনয়ন আশা করছেন। 

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, দল যাকে মনোনয় দেবে তিনিই এই আসন থেকে নির্বাচন করবেন। তবে তিনি আশাবাদী দলের পক্ষ থেকে তিনি মনোনয়ন পাবেন এবং আগামী নির্বাচনে বিজয়ী হবেন।

এই আসনে চারবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। আগামী নির্বাচনে তিনি মনোনয়ন পাবেন বলে মনে করেন স্থানীয় নেতা-কর্মীরা।

কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক জানান, সাংগঠনিক কার্যক্রমের দিক থেকে সৈয়দ আবুল হোসেন একটি ভালো অবস্থান গড়ে তুলেছেন। সাংগঠনিক অবস্থান বিচার করলে মনোনয়নে সৈয়দ আবুল হোসেনের অগ্রাধিকার পাওয়া উচিত এবং তিনি পাবেন বলেও বিশ্বাস করেন স্থানীয় এই নেতা।

এছাড়া, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবাহান গোলাপও এই আসনে মনোনয়ন চান বলে শোনা যাচ্ছে।

এদিকে বিএনপির মনোনয়ন পেতে কাজ করছেন সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক এবং গণশিক্ষা বিষয়ক সহ সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

কালকিনি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ফজলুল হক বেপারী জানান, আনিসুর রহমান খোকনকে ধানের শীষের প্রার্থী হিসেবে যদি মনোনীত করা হয় তাহলে আওয়ামী লীগের অন্তকোন্দল কাজে লাগিয়ে ধানের শীষ বিজয়ী হবে বলে আশা করেন।

আর কেন্দ্রের নির্দেশে জেলা জামায়াতে ইসলামীর আমীর আবদুত তাওয়াবও প্রার্থী হওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

আরও পড়ুন

আদালত বর্জনের পরামর্শ দিয়ে খালেদার আইনজীবীর সঙ্গে জাফরুল্লাহ'র ফোনালাপ

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অংশ না নিতে টেলিফোনে পরামর্শ দিয়েছেন বিএনপির রাজনৈতিক পরামর্শক ডা. জাফরুল্লাহ চৌধ...

জামায়াতকে ছাড়তে সম্মত বিএনপি: ড. কামাল

জামায়াতে ইসলামীকে ছেড়েই বিএনপি জাতীয় ঐক্যে সম্মত হয়েছে বলে জানিয়েছেন ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ডক্টর কামাল হোসেন। আর বিএনপি বলছে, রাজনৈতিক মেরুকরণের অংশ হিসেবে ২০...

ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হল স্কুলছাত্রী হত্যার আসামিকে

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় স্কুলছাত্রী মোনালিসা আক্তার হত্যা মামলার আসামি আবু সাঈদকে ইন্টারপোলের মাধ্যমে দুবাই থেকে আটকের পর দেশে ফিরিয়ে আনা হয়েছে।দীর্ঘ ৮...

বাসচাপায় বাব-ছেলেসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত

কিশোরগঞ্জের সদর উপজেলায় দ্রুতগামী একটি বাসেরচাপায় বাবা-ছেলেসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার বিকেলে, কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের কাটাবাড়িয়া এলাকায় এ দু...