DBC News
ইভিএমের বিরোধিতা করে ইসি কমিশনারের বৈঠক বর্জন

ইভিএমের বিরোধিতা করে ইসি কমিশনারের বৈঠক বর্জন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে আরপিও সংশোধনের বিরোধিতা করে নির্বাচন কমিশনের সভা বর্জন করেছেন কমিশনার মাহবুব তালুকদার। একইসঙ্গে তিনি গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের সিদ্ধান্তে 'নোট অব ডিসেন্ট' দিয়েছেন। এ বিষয়ে মাহবুব তালুকদার সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলতে রাজি হননি।

অাজ বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাচন ভবনে কমিশনের সভা শুরু হয়। বৈঠক শুরুর প্রায় আধা ঘন্টা পর নোট অব ডিসেন্ট দিয়ে বেরিয়ে যান মাহবুব তালুকদার। বর্তমানে তিনি তার কার্যালয়ে অবস্থান করছেন। সভায় সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশান কে এম নূরুল হুদা। এছাড়া অপর তিন নির্বাচন কমিশনার সভায় উপস্থিত ছিলেন। বিকেল ৩টা পর্যন্ত সভা স্থগিত করা হয়েছে। বিকেল ৩টায় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের ব্রিফ করার কথা রয়েছে।

এর আগে গত ২৬শে আগস্ট আরপিও সংশোধন বিষয়ে কমিশন সভা অনুষ্ঠিত হয়। ওইদিন সিইসি কেএম নুরুল হুদার সরকারি সফরে শ্রীলঙ্কায় যাওয়ার কারণে বৈঠকটি শেষ না করে মুলতুবি করা হয়। ৩০শে আগস্ট নুতন বৈঠকের সময়সীমা নির্ধারণ করা হয়।

কমিশন সভায় আইনের এই সংশোধন অনুমোদন পেলে আইন মন্ত্রণালয়ের ভোটিংয়ের পর তা মন্ত্রিসভায় পাঠানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এরপর ৯ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া জাতীয় সংসদের শেষ অধিবেশনে সংশোধনী প্রস্তাব উত্থাপনের কথা রয়েছে।

আরও পড়ুন

কর্ণফুলী টানেলের মূল নির্মাণকাজ শুরু রবিবার

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে মূল টানেলের নির্মাণকাজ শুরু হচ্ছে রবিবার। টানেল বোরিং মেশিন চালু ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার পাইলিং প্রকল্পের উদ্বোধন করবেন প...

'আবাসিক ভবনে রাসায়নিক থাকলে কঠোর ব্যবস্থা'

পুরান ঢাকার আবাসিক ভবনে রাসায়নিক দ্রব্য পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন।  পুরান ঢাকাকে নিরাপদ আবাসস্থল করতে...

'দুর্বলতা কাটাতে বিএনপির পুনর্গঠন চলছে'

সাংগঠনিক দুর্বলতা কাটাতে বিএনপি পুনর্গঠন চলছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ...

ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে ছাত্রদল

ডাকসু নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল। দলীয় মনোনয়ন ফরম বিতরণও শুরু করেছে সংগঠনটি। কাল প্যানেল ঘোষণা করবে ছাত্রলীগ ও বাম ছাত্রসংগঠনগুলো। সোমবার মনোন...