DBC News
মক্কায় হাব এর হজ পরবর্তী পুনর্মিলনী

মক্কায় হাব এর হজ পরবর্তী পুনর্মিলনী

মক্কায় বেসরকারী হজ এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, হাব এর আয়োজনে হজ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

জেদ্দা থেকে রঞ্জু আহমেদ জানান, মক্কার হজ এবং ওমরাহ ফিচার এক্সিভিশন সেমিনার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় । 

অনুষ্ঠানে হাব সভাপতি আব্দুস সোবহান ভুইয়ার সভাপতিত্বে, মহাসচিব শাহাদাত হোসেন তসলিম এর পরিচালনায়, প্রধান অতিথি ছিলেন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিসুর রহমান।

অনুষ্ঠানটির সমন্বয়কারী ছিলেন সিনিয়র সহ সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী। এ সময়, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, হজ কাউন্সিলর মাকসুদুর রহমান, সৌদি হজ মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিশাম বিন আব্দুর রহমান, ভাইস প্রেসিডেন্ট জাকি বিন ওমর হারিরি, মহাপরিচালক সেরাজ বিন ওমর আকবরসহ বাংলাদেশি হজ এজেন্সি মালিক এবং প্রতিনিধিরা অংশ নেন।