DBC News
জালালাবাদ অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী

জালালাবাদ অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী

কাতারে ঈদুল আযহা উপলক্ষ্যে পুনর্মিলনী করেছে জালালাবাদ অ্যাসোসিয়েশন।

কাতার থেকে আমিন ব্যাপারী জানান, দোহারের একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময়, সংগঠনের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। এতে বক্তব্য রাখেন সহ সভাপতি জুবের আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মাহবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ, নূরুল কবির চৌধুরী, ওলিদ আহমদ সেলিমসহ অনেকে।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।