DBC News
পথোৎসবে বোমা হামলা, নিহত ২

পথোৎসবে বোমা হামলা, নিহত ২

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় এক শহরে পথোৎসবে বোমা হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছে আরও ৩৭ জন।

মঙ্গলবার সুলতান কুদরাত প্রদেশের ইসুলান মহাসড়কে এক দোকানের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাদেশিক পুলিশ প্রধান নোয়েল কিনাজো জানিয়েছেন, বাড়িতে তৈরি বোমাটি একটি মোটরসাইকেলের নিচে লুকিয়ে রাখা হয়েছিল। এ ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি। কাউকে গ্রেপ্তার করাও সম্ভব হয়নি। 

গেল মাসেই বাসিলানে একটি ভ্যানে বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছিলেন। সেই হামলার দায় স্বীকার করেছিলো জঙ্গিগোষ্ঠী আইএস।