DBC News
ঈদুল আযহা উপলক্ষ্যে বিএনপির ঈদ পুনর্মিলনী

ঈদুল আযহা উপলক্ষ্যে বিএনপির ঈদ পুনর্মিলনী

সৌদি আরবের জেদ্দায় ঈদুল আযহা উপলক্ষ্যে জেদ্দা মহানগর বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

জেদ্দা থেকে রঞ্জু আহমেদ জানান, স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় জেদ্দা মহানগর বিএনপির আহ্বায়ক এম এ আজাদ চয়নের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব।

প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামানের তপন ও বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন সাইদুর রহমান সাইদসহ জেদ্দা মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।