সৌদি আরবের জেদ্দায় ঈদুল আযহা উপলক্ষ্যে জেদ্দা মহানগর বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
জেদ্দা থেকে রঞ্জু আহমেদ জানান, স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় জেদ্দা মহানগর বিএনপির আহ্বায়ক এম এ আজাদ চয়নের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব।
প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামানের তপন ও বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন সাইদুর রহমান সাইদসহ জেদ্দা মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।