DBC News
টোকিওতে জাতীয় শোক দিবস পালিত

টোকিওতে জাতীয় শোক দিবস পালিত

জাপানের রাজধানী টোকিওতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে জাপান স্বেচ্ছাসেবক লীগ।

টোকিও থেকে আব্দুল্লাহ আল মামুন জানান, রবিবার আয়োজিত এই আলোচনা সভায় নুরুল আমিন রনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাপান আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মাসুম।

বিশেষ অতিথি ছিলেন জাপানে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব জোবায়েদ হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি সোহেল খান। এছাড়া আলোচনায় আরও অংশ নেন যুবলীগ সভাপতি বিএম শাজাহান, সাধারণ সম্পাদক মীর হোসেন মিলন, জাপান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক সলিমুল্লাহ কাজলসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।