DBC News
'বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাঁই নেই'

'বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাঁই নেই'

মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোন ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায়, গণভবনে মহানগর সার্বজনীন পূজা কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ মন্তব্য করেন শেখ হাসিনা।

শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশে গণভবনে আসেন। শুরুতেই প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান সনাতন ধর্মের প্রতিনিধিরা।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, 'অসম্প্রদায়িক চেতনায় যাতে সবাই নিজের ধর্মের চর্চা করতে পারে সে জন্য সরকার কাজ করে যাচ্ছে। সব ধর্মের উৎসব যেন আনন্দমূখর হয় সে ব্যাপারে সরকার সব সময়ই সচেষ্ট ছিলো।'

দেশে কেউ যেন সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। 

এ সময় তিনি আরও জানান, 'বঙ্গবন্ধুকে হত্যার পর হিন্দুধর্মাবলম্বী ও সংখ্যালঘুরা বার বার হামলা ও নির্যাতনের শিকার হয়েছে।'

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, নিজের যোগ্যতায় আপনারা আপনাদের স্থান করে নিবেন। সবার মতো সমান অধিকার ভোগ করবেন। আওয়ামী লীগ সরকারের সময় ঢাকাসহ সারাদেশে পূজার সংখ্যা রেড়েছে। এবার সারাদেশে ৩৩ হাজার পূজামন্ডপ বাড়ানো হয়েছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা।'

সকল আঞ্চলিক, আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করেই দেশ এগিয়ে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। জনগণের আস্থা বলেই সরকার কাজ করতে পারছে।

আরও পড়ুন

কর্ণফুলী টানেলের মূল নির্মাণকাজ শুরু রবিবার

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে মূল টানেলের নির্মাণকাজ শুরু হচ্ছে রবিবার। টানেল বোরিং মেশিন চালু ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার পাইলিং প্রকল্পের উদ্বোধন করবেন প...

'আবাসিক ভবনে রাসায়নিক থাকলে কঠোর ব্যবস্থা'

পুরান ঢাকার আবাসিক ভবনে রাসায়নিক দ্রব্য পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন।  পুরান ঢাকাকে নিরাপদ আবাসস্থল করতে...

মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় শেষ হল বিশ্ব ইজতেমা

দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে শেষ হল ৫৪তম বিশ্ব ইজতেমা। বেলা পোনে ১২টার দিকে দিল্লির মাওলানা মোহাম্মদ শামীম এর...

মঙ্গলবার ইজতেমার আখেরি মোনাজাত

মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ব ইজতেমার আখেরী মোনাজাত। এ কথা জানিয়েছেন, গাজীপুর জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর। রবিবার সন্ধ্যায় একথা জানান তিনি। এর মধ্যে দ...