DBC News
'বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাঁই নেই'

'বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাঁই নেই'

মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোন ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায়, গণভবনে মহানগর সার্বজনীন পূজা কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ মন্তব্য করেন শেখ হাসিনা।

শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশে গণভবনে আসেন। শুরুতেই প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান সনাতন ধর্মের প্রতিনিধিরা।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, 'অসম্প্রদায়িক চেতনায় যাতে সবাই নিজের ধর্মের চর্চা করতে পারে সে জন্য সরকার কাজ করে যাচ্ছে। সব ধর্মের উৎসব যেন আনন্দমূখর হয় সে ব্যাপারে সরকার সব সময়ই সচেষ্ট ছিলো।'

দেশে কেউ যেন সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। 

এ সময় তিনি আরও জানান, 'বঙ্গবন্ধুকে হত্যার পর হিন্দুধর্মাবলম্বী ও সংখ্যালঘুরা বার বার হামলা ও নির্যাতনের শিকার হয়েছে।'

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, নিজের যোগ্যতায় আপনারা আপনাদের স্থান করে নিবেন। সবার মতো সমান অধিকার ভোগ করবেন। আওয়ামী লীগ সরকারের সময় ঢাকাসহ সারাদেশে পূজার সংখ্যা রেড়েছে। এবার সারাদেশে ৩৩ হাজার পূজামন্ডপ বাড়ানো হয়েছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা।'

সকল আঞ্চলিক, আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করেই দেশ এগিয়ে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। জনগণের আস্থা বলেই সরকার কাজ করতে পারছে।

আরও পড়ুন

মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে মানববন্ধন

প্রথম ও দ্বিতীয় শ্রেণিসহ সকল চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবি জানিয়েছে 'আমরা মুক্তিযোদ্ধা সন্তান' নামের একটি সংগঠন। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে...

প্যানেল মেয়র ওসমান গণি আর নেই

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি'র প্যানেল মেয়র ওসমান গণি মারা গেছেন। আজ শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়...

আজ পবিত্র আশুরা

পবিত্র আশুরা আজ। কারবালার শোকাবহ এ দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ।মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক এ দিনটি। বিশ্বের বিভিন্ন দেশের মত বাংল...

আজ শুভ জন্মাষ্টমী

মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন আজ। হিন্দুধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর  যুগে পৃথিবীতে আবির্ভূ...