DBC News
'বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাঁই নেই'

'বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাঁই নেই'

মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোন ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায়, গণভবনে মহানগর সার্বজনীন পূজা কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ মন্তব্য করেন শেখ হাসিনা।

শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশে গণভবনে আসেন। শুরুতেই প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান সনাতন ধর্মের প্রতিনিধিরা।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, 'অসম্প্রদায়িক চেতনায় যাতে সবাই নিজের ধর্মের চর্চা করতে পারে সে জন্য সরকার কাজ করে যাচ্ছে। সব ধর্মের উৎসব যেন আনন্দমূখর হয় সে ব্যাপারে সরকার সব সময়ই সচেষ্ট ছিলো।'

দেশে কেউ যেন সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। 

এ সময় তিনি আরও জানান, 'বঙ্গবন্ধুকে হত্যার পর হিন্দুধর্মাবলম্বী ও সংখ্যালঘুরা বার বার হামলা ও নির্যাতনের শিকার হয়েছে।'

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, নিজের যোগ্যতায় আপনারা আপনাদের স্থান করে নিবেন। সবার মতো সমান অধিকার ভোগ করবেন। আওয়ামী লীগ সরকারের সময় ঢাকাসহ সারাদেশে পূজার সংখ্যা রেড়েছে। এবার সারাদেশে ৩৩ হাজার পূজামন্ডপ বাড়ানো হয়েছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা।'

সকল আঞ্চলিক, আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করেই দেশ এগিয়ে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। জনগণের আস্থা বলেই সরকার কাজ করতে পারছে।

আরও পড়ুন

'নির্বাচনে প্রার্থী হওয়ার কোনও সুযোগ খালেদার নেই'

সংবিধান অনুযায়ী খালেদা জিয়ার নির্বাচনে প্রার্থী হবার সুযোগ নেই বলে জানিয়েছেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার সাজা স্থগিত ও...

খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন; মির্জা ফখরুল

আওয়ামী লীগ যাই বলুক না কেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়ার বাধা নেই বলে দাবি করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন...

বিশ্ব ইজতেমা স্থগিত

আসন্ন বিশ্ব ইজতেমা স্থগিত করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন ও তাবলিগ জামাতের দুই পক্ষের দ্বন্দ্বের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।  বৃহ:স্পতিবার দ...

দীপাবলী উৎসব-শ্যামা পূজা উদযাপন

হাজারও প্রদীপ জ্বালিয়ে সারাদেশে সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করছে দীপাবলী উৎসব ও শ্যামা পূজা। অন্ধকারকে দূর করে শুভ ও কল্যাণ প্রতিষ্ঠায় এই উৎসবের আয়োজন। পুরাণ মতে...