DBC News
বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী

বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী

স্পেনে উৎসবমুখর পরিবেশে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার মাদ্রিদ থেকে প্রায় পাঁচশ কিলোমিটার দূরে সমুদ্র সৈকতে এ বনভোজনের আয়োজন করা হয়। দুপুরের খাবারের পর সঙ্গীতানুষ্ঠান, কুইজ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গান, কৌতুক, কবিতা পরিবেশন করে পুরো বনভোজন মাতিয়ে রাখে মাসুদ, লোকমান, মঞ্জু, এরশাদসহ আরও অনেকে। 

বনভোজনে চট্টগ্রাম প্রবাসী ছাড়াও মাদ্রিদের বিভিন্ন অঞ্চলের নানা পেশার মানুষ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চট্টগ্রাম সমিতির প্রেসিডেন্ট কাজি এনায়েতুল করিমসহ অনেকেই।