DBC News
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কবি নজরুল ইন্সটিটিউটের ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে অনুষ্ঠিত হল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে। আজ সোমবার বিকেলে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নজরুল পদক ২০১৭ প্রদান করা হয়।

প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ৪২তম প্রয়াণদিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে নজরুল সংগীতে বিশেষ অবদান রাখায় খায়রুল আনাম শাকিল ও নজরুল গবেষনায় ড. রশিদুন নবীর হাতে নজরুল পদক ২০১৭ তুলে দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

অনুষ্ঠানে কবির সৃষ্টিশীল জীবনের নানা বিষয় নিয়ে আলোচনা করেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম৷

নজরুল ইনস্টিটিউটের শিল্পীদের সমবেত কন্ঠে উচ্চারিত হয় কবির দেশপ্রেমের সুর ও বাণী৷ কবিতা আবৃত্তির মধ্য দিয়ে মুর্ত হয়ে ওঠে চিরবিদ্রোহী কবির অসাম্প্রদায়িক সাম্যবাদী চেতনার প্রতিরূপ।

শিল্পী লীনা তাপসির কন্ঠে নজরুল সংগীত মুগ্ধ করে শ্রোতাদের।