DBC News
বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র, পরিচালক শ্যাম বেনেগাল

বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র, পরিচালক শ্যাম বেনেগাল

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে। এজন্য ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগালকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে। আজ সোমবার দুপুরে সচিবালয়ে, সাংবাদিকদের এ কথা জানান তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

দু’বছর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়।  সেখানে বঙ্গবন্ধুকে নিয়ে যৌথভাবে চলচ্চিত্র এবং ডকুমেন্টারি তৈরির কথা উল্লেখ করা হয়। চলচ্চিত্রটি নির্মাণের জন্য বাংলাদেশের প্রতিনিধি দল জুলাই মাসে ভারত সফর করেন। ভারত তিনজন পরিচালকের নাম প্রস্তাব করেছিল। এরা হলেন, শ্যাম বেনেগাল, গৌতম ঘোষ এবং কৌশিক গাংগলী।

আজ সোমবার দুপুরে বাংলাদেশ সরকার এই চলচ্চিত্রটি পরিচালনার জন্য ভারতের পরিচালক শ্যাম বেনেগালের নাম চূড়ান্ত করে। 

এর আগে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন বেনেগাল। প্রখ্যাত এ চলচ্চিত্রকর পদ্মশ্রী, পদ্মভূষণ, দাদা সাহেব পালিনী, এএনআর ন্যাশনাল অ্যাওয়ার্ড পান।

ভারতীয় পরিচালক হিসেবে শ্যাম বেনেগালের নাম বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হবে বলে জানিয়েছেন, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

তথ্য প্রতিমন্ত্রী জানান, স্ক্রিপ্টের গবেষণা শুরু হবে এবং চলচ্চিত্রের নাম, চিত্রনাট্য বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা দেখবেন এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে এ বিষয়ে অনুমতি নিতে হবে।

এ চলচ্চিত্রে কারা অভিনয় করবেন- তা বাংলাদেশ এবং ভারতের পরিচালকরা ঠিক করবেন বলে জানান তারানা হালিম। বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র হলে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা দেয়া হবে বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী।

আরও পড়ুন

'ঢাকা বিশ্বের এক নম্বর যানজটের শহর'

যানজটের শহর হিসেবে বিশ্বে প্রথম স্থানে ওঠে এসেছে ঢাকা। বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান 'নামবিও'র ওয়ার্ল্ড ট্রাফিক ইনডেক্স-২০১৯ এ উঠে এসেছে এই তথ্য। সময় অপচয় ও ট্রাফি...

নতুন ৩ বেসরকারি ব্যাংকের অনুমোদন

৫০০ কোটি টাকা পরিশোধিত মূলধনের শর্তে বেসরকারি আরও তিনটি নতুন বাণিজ্যিক ব্যাংকের নীতিগত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পিপলস, সিটিজেন ও বেঙ্গল ব্যাংক নামে এই ত...

বইমেলায় শিশুদের পছন্দ কমিকস

রূপকথা, ছড়া বা শিশু সাহিত্যের অন্যান্য বইয়ের পাশাপাশি কমিকসের বিশাল চাহিদা রয়েছে শিশু পাঠকের কাছে। পাঠক শিশুরা হলেও, প্রাপ্ত বয়স্করাও কমিকস কিনছেন মেলা থেকে। বই...

শিল্পকলায় বারোক সংগীত উৎসব

ভাষার মাসে ফ্রান্সসহ বিশ্বের ১২টি দেশের শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো 'বারোক সংগীত উৎসব'। অলিয়ঁস ফ্রঁসেজের আয়োজনে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এই উৎসবে, বিশ্ব...