DBC News
ফ্লোরিডায় বন্দুকধারীর হামলা, নিহত ৩

ফ্লোরিডায় বন্দুকধারীর হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিল শহরের একটি ভিডিও গেইমস ক্যাফেতে গোলাগুলিতে বন্দুকধারীসহ নিহত হয়েছেন ৩ জন।  আহত হয়েছেন ৯ জন। 

স্থানীয় সময় বিকেলে জ্যাকসনভিল এলাকার একটি বিনোদন কেন্দ্রের জিএলএইচএফ গেইম বার নামে একটি ক্যাফেতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে সিএনএন।  এছাড়া পুলিশের গুলিতে নিহত হয়েছেন ডেভিড কাৎজ নামের ২৪ বছর বয়সী বন্দুকধারী।   

এদিকে, স্থানীয় হাসপাতালে তিনজনকে চিকিৎসা দেয়ার খবর দিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় পুলিশের সোয়াট টিম কাজ করছে।

এর আগে এবছরের ফেব্রুয়ারিতে এই অঙ্গরাজ্যের পার্কল্যান্ডের একটি স্কুলের বন্দুক হামলায় ১৭জন শিক্ষার্থী নিহত হয়। এছাড়া ২০১৬ সালে অরল্যান্ডোর একটি নৈশক্লাবে বন্দুকধারীর হামলায় নিহত হন ৪৯ জন।