DBC News
কেরমানশাহ শহরে ৬.১ মাত্রার

কেরমানশাহ শহরে ৬.১ মাত্রার

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ শহরে ৬.১ মাত্রার ভূমিকম্পে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে ৫৮ জন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, কেরমানশাহ থেকে ৫৫ মাইল দূরে ভূমিকম্পের উৎপত্তি হয়। ইরাকের রাজধানী বাগদাদ থেকেও এই কম্পন অনুভূত হয়েছে বলে জানায় রয়টার্স।

এর আগে গত নভেম্বরে কেরমানশাহ প্রদেশের সীমান্তবর্তী গ্রাম ও শহরগুলোতে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছিলো এতে অন্তত ৫৩০ জন প্রাণ হারিয়েছিলেন। আহত হয়েছিলেন হাজারো মানুষ।