DBC News
ভারোত্তলনে ষষ্ঠ মাবিয়া

ভারোত্তলনে ষষ্ঠ মাবিয়া

এশিয়ান গেমসে অন্যান্য ইভেন্টে ব্যর্থতার পর বাংলাদেশের জন্য দুঃসংবাদ এসেছে ভারোত্তলনেও। মেয়েদের ৬৩ কেজি ওজনের শ্রেণীতে ষষ্ঠ হয়েছেন মাবিয়া আক্তার।  

২০১৬ সালে এসএ গেমসে স্বর্ণ জিতেছিলেন মাবিয়া। গত এপ্রিলে কমনওয়েলথ গেমসে নিজের ব্যক্তিগত সেরা রেকর্ড গড়েন তিনি। এবারও লক্ষ্য ছিলো ভালো কিছু করার।

তবে, এশিয়াডে পারফরম্যান্স নেমে গেছে নিচের দিকে।  স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৭৮ কেজি ওজন তুলেছেন তিনি। ফল ঘোষণার পর মাবিয়ার কণ্ঠে ছিলো হতাশার সুর। জানিয়েছেন অনুশীলনের অভাবেই এমন বাজে ফলাফল। ভবিষ্যতে ভালো সুযোগ পেলে নিজেকে প্রমাণ করার কথাও জানিয়েছেন এই ভারোত্তোলক।