DBC News
ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ২৬

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ২৬

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ২২ শিশুসহ ২৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে হুথি বিদ্রোহীরা।

স্থানীয় সময় বৃহস্পতিবার আদ দুরাইহিমির হুদাইদা শহরের পার্শ্ববর্তী এলাকায় এই হামলার ঘটনা ঘটে। তবে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি জোটের এক সদস্যের বরাতে জানায়, ওই একই এলাকায় হুথি বিদ্রোহীদের মিসাইল হামলায় এক শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছে। 

ইরান সমর্থিত হুদি বিদ্রোহীদের সাথে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টাপাল্টি হামলায় গত তিন বছরে মারা গেছে হাজারো মানুষ।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তাদের সুন্নি মতাবলম্বী মিত্ররা ইয়েমেনে তিন বছর ধরে যুদ্ধ করছে। এতে সমর্থন জানিয়েছে পশ্চিমা বিভিন্ন দেশ। হুতিদের সমর্থনে রয়েছে ইরান সরকার।

ইয়েমেনের রাজধানী সানাসহ উত্তরাঞ্চল হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা সৌদি সমর্থিত সরকারকে ২০১৪ সালে দেশ থেকে বিতাড়িত করে।