DBC News
লেবাননে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

লেবাননে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

লেবাননে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যান ও পুনর্বাসন সোসাইটি বৈদেশিক লেবানন যুব কমান্ড শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

লেবানন থেকে জসিম উদ্দীন সরকার জানান, রবিবার স্থানীয় একটি স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে লেবানন যুব কমান্ডের সভাপতি সৈয়দ আমীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দীন শিশু, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শিপন মিয়া, এমরান হোসেন সহ আরও অনেকে।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।