DBC News
'সন্ত্রাসের আশ্রয় নিলে দাঁতভাঙ্গা জবাব'

'সন্ত্রাসের আশ্রয় নিলে দাঁতভাঙ্গা জবাব'

বিএনপি নির্বাচনে না এসে যদি ২০১৪ সালের মত সহিংসতা ও সন্ত্রাসের আশ্রয় নেয় তবে জনগণকে সঙ্গে নিয়ে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে নোয়াখালীর কবিরহাটে ঈদুল আজহার নামাজ শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসতে বিএনপি কোনো ভয় নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, 'নির্বাচন সরকার পরিচালনা করবে না। পরিচালনা করবে নির্বাচন কশিন। কজেই নির্বাচন নিয়ে বিএনপির শঙ্কার কনো অবকাশ নেই।'

ওবায়দুল কাদের আরও বলেন, এবার ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে। ঈদের পর কর্মস্থলে ফেরা আরও স্বস্তিদায়ক হবে বলেও আশা করেন তিনি।  

ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায়ের পর স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।