DBC News
মাদ্রিদে ঈদুল আজহা উদযাপন

মাদ্রিদে ঈদুল আজহা উদযাপন

স্পেনে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে মাদ্রিদ প্রবাসীরা। মাদ্রিদ থেকে বকুল খান জানান, মাদ্রিদের প্রাণকেন্দ্র বাংলাদেশি অধ্যুষিত লাভা-পিয়াসের কাসিনো পার্কের খোলা মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। 

প্রায় সাত হাজার প্রবাসীর উপস্থিতিতে সকাল সাড়ে ৮টায় ও ৯টায় নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এদিকে, মাদ্রিদ ছাড়াও বার্সেলোনাসহ মালাগাতেও ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। 

দূতাবাস প্রধান ও মিনিস্টার হারুন আল রাশিদ, মসজিদ কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার উপস্থিত ছিলেন।  বাংলাদেশের অনেক নারীও এখানে ঈদের নামাজ আদায় করেন।  নামাজের ইমামতি করেন হাফেজ হাসান বিন মুহাম্মদল্লাহ। মুসলিম বিশ্বের সুখ, শান্তি, নিপীড়ন ও নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করেন তিনি।