DBC News
মাদ্রিদ ও বার্সেলোনায় ঈদুল আজহা পালিত

মাদ্রিদ ও বার্সেলোনায় ঈদুল আজহা পালিত

স্পেনের রাজধানী মাদ্রিদ ও বার্সেলোনায় বসবাসরত বাংলাদেশিরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে ঈদুল আজহা পালন করেছে।

বাঙালি অধ্যুষিত নগরীর ইসলামিক সেন্টারে শাহজালাল জামে মসজিদ ও মসজিদের কাছে খোলা মাঠে ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া ফুলতলী জামে মসজিদ ও মাগবা স্কয়ার প্রাঙ্গণেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

নামায শেষে বিশ্ব মুসলিম উম্মার সমৃদ্ধি এবং ঐক্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে মুসল্লিরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন।