DBC News
বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালন করেছে দক্ষিণ আফ্রিকা আওয়ামী যুবলীগ

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালন করেছে দক্ষিণ আফ্রিকা আওয়ামী যুবলীগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী পালন করেছে আওয়ামী যুবলীগ, দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় কমিটি।

জোহানেসবার্গে সংগঠনটির  কার্যালয়ে এই অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রফিকুল আলম ভূইয়া।  প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাইকমিশনার শাব্বির আহমেদ চৌধুরী।

ইব্রাহীম সোহাগের সঞ্চালণায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল তানসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল সোহেলসহ অন্যান্যরা।