DBC News
টাঙ্গাইলের তাঁত পল্লীগুলোতে ঈদের প্রভাব নেই

টাঙ্গাইলের তাঁত পল্লীগুলোতে ঈদের প্রভাব নেই

কোরবানির ঈদের কোনো প্রভাব নেই টাঙ্গাইলের তাঁত পল্লীগুলোতে। দিন দিন নারীদের শাড়ি পরার প্রবণতা কমে যাওয়ার কারণেও ব্যস্ততা কমে আসছে এ শিল্পে। যেহেতু নারীদের কর্মসংস্থান বেশি তাই এই ঐতিহ্য ধরে রাখতে নারীদেরকেই এগিয়ে আসতে হবে বলে মনে করেন উদ্যোক্তারা।

টাঙ্গাইলের তাঁতের শাড়ির সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষভাবে প্রায় এক কোটি লোক জড়িত। তাদের তিনভাগের একভাগই নারী। সুতা তৈরি, রঙ করা ও শাড়ির ফিনিশিং এর কাজটি পরম মমতা ও সুনিপুণ হাতে শেষ করেন নারীরাই। এই শাড়ির ক্রেতাও নারী।

বিভিন্ন উৎসবকে সামনে রেখে চরকি, কেঁচি আর তাঁতের খটখট শব্দ বাড়লেও অন্য সময়গুলোতে নিরবতা ভর করে তাঁত পল্লীগুলিতে।  কিন্তু এবার কোরবানির ঈদের সময়ও অলস সময় কাটছে শ্রমিকদের। তারা বলছেন, শাড়ির প্রতি নারীদের আগ্রহ কমাই এর মূল কারণ।

শুধু উৎসব কেন্দ্র করে শাড়ি পরার প্রবণতা ছেড়ে ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার কথা বলছেন সচেতন নারী ক্রেতারা।

তাঁত শিল্পে নারীর কর্মসংস্থান টিকিয়ে রাখার জন্য নারীদেরই এগিয়ে আসার পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতার তাগিদ দিলেন জগেশ্বর এন্ড কোং পাথরাইল টাঙ্গাইল এর স্বত্ত্বাধিকারী রঘুনাথ বসাক। 

আরও পড়ুন

নুসরাত হত্যা: ৪ জনের সাক্ষ্যগ্রহণ আজ

মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষকসহ চারজনের সাক্ষ্যগ্রহণ আজ। অন্যদিকে,মাদ্রাসার বহিষ্কৃত অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ...

নুসরাত হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে।  এখন সাক্ষ্য দিচ্ছেন ১৪ নম্বর সাক্ষী কাউন্সিলর শেখ আব্দুল হামিদ।  এরপর সাক্ষ্য দিবেন ১৫ নম...

নাটক 'মাধুরীর বিয়ে'

শিল্পকলায় মঞ্চায়িত হলো নাট্য সংগঠন খেয়ালী নাট্যগোষ্ঠীর নাটক 'মাধুরীর বিয়ে'। এ কে এ কবীরের রচনায় এবং আহসানুল হক খোকনের নির্দেশনায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্ট...

শিল্পকলা একাডেমিতে জাতীয় চারুকলা প্রদর্শনী শুরু

সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয় চারুকলা প্রদর্শনী দেশের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ আয়োজন। পহেলা জুলাই সোমবার থেকে শুরু হচ্ছে ২৩তম জাতীয় চারুকলা প্রদশর্নী। বিকা...