DBC News
ঈদ উপলক্ষ্যে মাসব্যাপী যুদ্ধবিরতির ঘোষণা

ঈদ উপলক্ষ্যে মাসব্যাপী যুদ্ধবিরতির ঘোষণা

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জঙ্গি গোষ্ঠী তালেবানের বিরুদ্ধে মাসব্যাপী যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

স্থানীয় সময় রবিবার দেয়া এ ঘোষণায় তিনি জানান, তালেবান এতে সম্মতি জানালে সোমবার থেকে এই যুদ্ধবিরতি শুরু হবে। তবে এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে এখনো কোন প্রতিক্রিয়া জানা যায়নি।

আশরাফ ঘানির এই ঘোষণার পর ঈদ উপলক্ষ্যে শতাধিক বন্দিকে মুক্তি দেয়ার কথা জানিয়েছে তালেবান। ঈদে মিলাদুন্নবী পর্যন্ত এই যুদ্ধবিরতি চলবে বলে টুইট বার্তায় জানান ঘানি। এর আগে চলতি বছরের জুনে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে তালেবানের বিরুদ্ধে মাসব্যাপী যুদ্ধবিরতির ঘোষণা দেয় আফগান সরকার।

এর তিনদিন পর দুটি আত্মঘাতি বোমা বিস্ফোরণের ঘটনায় প্রায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়। পরে জঙ্গিগোষ্ঠী আইএস এই হামলার দায় স্বীকার করে।