DBC News
কওমি সনদের স্বীকৃতিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন

কওমি সনদের স্বীকৃতিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন

কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি বিল মন্ত্রীসভায় অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন কাতার প্রবাসী উলামা-মাশায়েখ ও কমিউনিটি নেতৃবৃন্দরা।

কাতার থেকে আমিন ব্যপারী জানান, আল নুর কালচারাল সেন্টার আয়োজিত অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন এই স্বীকৃতির ফলে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটির নির্বাহী সদস্য মুফতি আহসান উল্লাহ ও প্রধান আলোচক ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর। এতে বক্তব্য রাখেন নজরুল ইসলাম, প্রকৌশলী আলিম উদ্দিন,শফিকুল ইসলাম প্রধান, মাওলানা তোহা সিদ্দিকীসহ আরও অনেকে।