DBC News
শোক দিবসের আলোচনা সভা করেছে ফ্রান্স আওয়ামী লীগ সমন্বয় কমিটি

শোক দিবসের আলোচনা সভা করেছে ফ্রান্স আওয়ামী লীগ সমন্বয় কমিটি

জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে ফ্রান্স আওয়ামী লীগ সমন্বয় কমিটি।  ফ্রান্স থেকে রেজাউল করিম জানান, ক্যাথসিমার সোনার বাংলা রেষ্টুরেন্টে এই সভা হয়।  এতে সভাপতিত্ব করেন সুনাম উদ্দিন খালিক। 

হাসান সিরাজের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনামুল হক‚ শেখ মোহাম্মদ আলী‚ আব্দুল্লাহ আল বাকি, আব্দুল মতিন‚ নুরুল আবেদীনসহ অন্যান্যরা।  সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন জয়নুল আবেদীন মানিক।