DBC News
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান খান

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান খান

পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক ক্রিকেট তারকা ইমরান খান। আজ বেলা ১১টায় ইসলামাবাদের রাষ্ট্রপতি ভবন আইওয়ান-এ-সাদরে পাকিস্তানের রাষ্ট্রপতি মামনুন হুসেইনের পরিচালনায় এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

এর আগে, শুক্রবার বিকেলে পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে ভোটাভুটিতে সাবেক এই ক্রিকেট তারকাকেই প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন দেশটির নবনির্বাচিত সাংসদরা। জাতীয় পরিষদে ১৭৬ ভোট পেয়ে জয়ী হন ৬৫ বছর বয়সী ইমরান। তার প্রতিদ্বন্দ্বী পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের (পিএমএল-এন) প্রধান শাহবাজ শরিফ পান ৯৬ ভোট।

গত ১৩ই আগস্ট পার্লামেন্টের নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। নবনির্বাচিত সদস্যরাই গত বুধবার নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করেন। পিটিআইয়ের নেতা আসাদ কায়সার পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হন। তাঁর ডেপুটি নির্বাচিত হন কাসিম সুরি। তিনিও পিটিআইয়ের নেতা।

গত ২৫শে জুলাই পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সবচেয়ে বেশি ১১৬টি আসন লাভ করে পিটিআই। এছাড়া মুসলিম লিগ (নওয়াজ) ৬৪টি, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৪৩টি আসন লাভ করে। সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেনি পিটিআই। তবে পার্লামেন্টে ছোট দলগুলোর সমর্থন পেয়েছেন ইমরান।

ক্রিকেট থেকে অবসরের পর ১৯৯৬ সালে ইমরান খান প্রতিষ্ঠা করেন পিটিআই। প্রতিষ্ঠার ২২ বছরের মাথায় দেশটির ক্ষমতায় এলো দলটি।