DBC News
জাপানে জাতীয় শোক দিবস পালিত

জাপানে জাতীয় শোক দিবস পালিত

জাপানে শ্রদ্ধা আর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস।

টোকিও থেকে আবদুল্লাহ আল মামুন জানান, বুধবার সকালে দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। এ সময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা ও আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। 

পরে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা পর্বে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। এ সময় দূতাবাস কর্মকর্তাদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।