DBC News
'বোধ' এর ২৬তম মঞ্চায়ন

'বোধ' এর ২৬তম মঞ্চায়ন

শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে মঞ্চায়িত হলো নাটক 'বোধ'। এটা ছিলো সংলাপ গ্রুপ থিয়েটারের প্রযোজনায় নাটকটির ২৬তম মঞ্চায়ন।

মুন্সী প্রেমচাঁদের গল্পে নাটকটির নির্দেশনা দিয়েছেন মোস্তফা হীরা। বর্তমান সমাজ বাস্তবতায় সামাজিক দায়বদ্ধতা, অর্থনৈতিক টানা পোড়েন ও জীবন সংকট তুলে ধরা হয়েছে এই নাটকের মধ্যদিয়ে। তুলে ধরা হয়েছে সমাজের সর্বস্তরের মানুষের সংবেদনশীলতা এবং মননশীলতা।