DBC News
আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ৪৪

আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ৪৪

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশের একটি সেনাঘাঁটির বাইরে তালেবান হামলায় নিহত হয়েছেন অন্তত ৪৪ সেনা ও পুলিশ।  বুধবার ভোরে এ হামলা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ৯জন পুলিশ ও ৩৫ সেনা সদস্য ছিলেন। প্রাদেশিক কাউন্সিলের প্রধান মোহাম্মদ সাফদার মহসেনি জানিয়েছেন, তালেবান সদস্যরা বাঘলান-ই-মারকাজি জেলায় হামলা চালানোর পর, সেনাঘাঁটিতে গুলি শুরু করে। তবে এ বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি আফগানিস্তানের প্রতিরক্ষা বাহিনী। 

অন্যদিকে সেনাঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। এর আগে, সোমবার ফারইয়াব প্রদেশের একটি চেক পয়েন্টে তালেবানের হামলায় নিহত হয় ১৭ সেনা।