DBC News
ইতালিতে সেতু ধসে ৩৫ জনের প্রাণহানি

ইতালিতে সেতু ধসে ৩৫ জনের প্রাণহানি

ইতালির উত্তর-পশ্চিমে বন্দরনগরী জেনোয়াতে একটি সেতুর কিছু অংশ ধসে পড়ায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহত হয়েছেন ১৫ জন। মঙ্গলবার মোরান্ডি ব্রিজ নামের ওই সেতু ধসে পড়ার ঘটনা ঘটে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

এছাড়া নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। উদ্ধার অভিযান চলছে। ধারনা করা হচ্ছে ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছেন তারা। 

আহতদের অনেকের অবস্থায় গুরুতর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন, দেশটির প্রধানমন্ত্রী। প্রায় তিনশ'জনের একটি দল এ উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। সেতুর ৫০ মিটার নিচ পর্যন্ত ধ্বংসাবশেষ খুঁড়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

মঙ্গলবার মহাসড়কের ওপরে থাকা সেতুটির একাংশ ধসে পড়ে। কি কারণে এ দুর্ঘটনা হয় তা এখনও জানা যায়নি। এদিকে এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইতালির প্রেসিডেন্ট।

মোরান্দি সেতু নামে পরিচিত এক হাজার ১০২ মিটার দীর্ঘ সড়ক সেতুটি ১৯৬৭ সালে তৈরি করা হয়েছিল। সেতুর ২০০ মিটারেরও বেশি ভেঙে পড়েছে। প্রায় ৬০ বছরের পুরনো সেতুর গোড়ায় এ সময় সংস্কারের কাজ চলছিল।