DBC News
কুয়ালালামপুরে পালিত হচ্ছে শোক দিবস

কুয়ালালামপুরে পালিত হচ্ছে শোক দিবস

মালয়েশিয়ার কুয়ালালামপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ই আগস্টে নিহতদের স্মরণে শোক দিবস পালন করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ আহ্বায়ক কমিটি।

মালয়েশিয়া থেকে মোস্তাক রয়েল জানান, এ উপলক্ষ্যে আয়োজন করা হয় দোয়া ও আলোচনা সভার। মালয়েশিয়া আওয়ামী লীগ আহ্বায়ক এম. রেজাউল করিম রেজার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর এ.এইচ.এম জিহাদুল করিম।  বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়ান রাজনীতিবিদ দাতো ফুয়াদ বিন তালিব ও মোহাম্মদ বিন আহাম্মদ। 

আগত অতিথিদের হাতে বঙ্গবন্ধুর আত্মজীবনী বইটি তুলে দেন আহবায়ক এম. রেজাউল করিম রেজা ও সদস্য সচিব ওহিদুর রহমান।  এ সময় আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব ওহিদুর রহমান ওহিদ, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, শ্রমিক লীগ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ আরও অনেকে।