DBC News
রোমে বাংকার ব্যবসায়ী সমিতির বনভোজনের

রোমে বাংকার ব্যবসায়ী সমিতির বনভোজনের

ইতালির রোমে বাংকার ব্যবসায়ী সমিতি প্রতি বছরের মতো এবারও বার্ষিক বনভোজনের আয়োজন করেছে।

ইতালি থেকে আমির হোসেন জানান, সংগঠনের সভাপতি মইনুল হোসাইন ময়না, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলামের উদ্যোগে লাগো দি বোল ছেনায় বার্ষিক বনভোজনের এই আয়োজন করা হয়। প্রায় পনের'শ প্রবাসী এতে অংশ নেন। 

বনভোজনে শিশু-কিশোর ও নারী-পুরুষের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বনভোজন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।