DBC News
শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও স্থিরচিত্র প্রদর্শনী

শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও স্থিরচিত্র প্রদর্শনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও স্থিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে, বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ আলোচনা সভা ও স্থিরচিত্র প্রদশর্নী অনুষ্ঠিত হয়। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনার পাশাপাশি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন আলোচকরা।

আলোচনা সভা ও স্থিরচিত্র প্রদর্শনীতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর মহা-পরিচালক অধ্যাপক শামসুজ্জামান খাঁন।

আলোচনা সভায় অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, অসাধারণ প্রতিভা ও বিশাল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন বলেই বঙ্গবন্ধু গণমানুষের কালোত্তীর্ণ নেতা। তিনি রাজনীতি ও সরকার পরিচালনার পাশাপাশি ৫টি গ্রন্থ রচনা করেছেন। ইতোমধ্যে তার ৩টি গ্রন্থ মুদ্রিত হয়েছে। বাকি ২টি গ্রন্থ পাণ্ডুলিপি আকারে আছে, শিগগিরই ছাপার কাজ শুরু হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, বঙ্গবন্ধুকে বাঙালির মনে পড়ে। বাঙালি বঙ্গবন্ধুকে মনে করে। বাঙালির মুক্তি ও স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবদানের জন্য তাকে মনে করতেই হবে। বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু তার কীর্তির জন্যই বাঙালির মনে সাহসের প্রতীক হয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।

ছাত্র-শিক্ষক কেন্দ্র আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন- প্রো-উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক। এতে স্বাগত বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা শামসুল হক ফাউন্ডেশনের কর্ণধার অ্যাডভোকেট আফিয়া বেগম।