DBC News
ভারতের বিভিন্ন রাজ্যে বন্যায় ৭শ' ৭৪ জনের মৃত্যু

ভারতের বিভিন্ন রাজ্যে বন্যায় ৭শ' ৭৪ জনের মৃত্যু

ভারতের বিভিন্ন রাজ্যে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত ৭শ' ৭৪ জনের মৃত্যু হয়েছে বলে এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

এরমধ্যে শুধু কেরালাতেই মৃত্যু হয়েছে ১৮৭ জনের। এছাড়াও উত্তর প্রদেশে ১৭১, পশ্চিমবঙ্গে ১৭০, মহারাষ্ট্রে ১৩৯, গুজরাটে ৫২, আসামে ৪৫ ও নাগাল্যান্ডে ৮ জনের মৃত্যু হয়েছে। কেরালা ও পশ্চিমবঙ্গে এখনো ২৭ জন নিখোঁজ রয়েছে।

হিমাচলেও বৃষ্টি, বন্যা ও ভূমিধসে মারা গেছে অন্তত ১৬ জন।  আগামী ২৪ ঘণ্টা হিমাচল প্রদেশে বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। 

মঙ্গলবার রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে, কেরালায় আগামী ১৫ই আগস্ট পর্যন্ত ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।