DBC News
তাইওয়ানের হাসপাতালে আগুন, ৯ জনের মৃত্যু

তাইওয়ানের হাসপাতালে আগুন, ৯ জনের মৃত্যু

তাইওয়ানের একটি হাসপাতালে আগুন লেগে মারা গেছেন অন্তত নয়জন। আহত হয়েছেন অন্তত ১৬ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 

সোমবার ভোরে নিউ তাইপে'র একটি হাসপাতালের সপ্তম তলায় আগুন লাগে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, রোগীদের বিদ্যুৎচালিত স্বয়ংক্রিয় বিছানার কোনো ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে। ২০১২ সালে তাইপের একটি হাসপাতালে আগুনে ১২ রোগীর মৃত্যু হয়েছিল। 

বিবিসির খবরে বলা হয়, ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার পর ওই হাসপাতাল থেকে ৩৩ জন রোগী এবং তিনজন কর্মীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।

তাইওয়ানের রাষ্ট্রীয় গণমাধ্যম সিএনএ জানায়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ওয়ার্ডে 'ধোঁয়া বের করে দেয়ার উপকরণ' ছিলো না বলে জানতে পেরেছে পুলিশ।