DBC News
সিরিয়ায় বিস্ফোরণে ভবন ধস; নিহত ৩৯

সিরিয়ায় বিস্ফোরণে ভবন ধস; নিহত ৩৯

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে বিস্ফোরণে ভবন ধসে ১২ শিশুসহ অন্তত ৩৯ জন নিহত হয়েছে। রবিবার সারমাদা শহরে এই বিস্ফোরণ ঘটে। এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি।

তবে ভবনটিতে অস্ত্র পাচারকারীদের গোলাবারুদ মজুদ ছিল বলে জানিয়েছে বিবিসি।

বিস্ফোরণের পরপরই ভবনটি ধসে পড়ে। সেখানে সিরিয়ার হোমস প্রদেশ থেকে বাস্তুচ্যুত অনেক বেসামরিক নাগরিক বাস করতেন।

এদিকে, বিস্ফোরণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গেল কয়েক মাসে রাশিয়া ও ইরানের সমর্থনে বিদ্রোহীদের দমনে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে সিরিয়ার সরকারি বাহিনী।