DBC News
জেনেভায় সবচেয়ে দীর্ঘ আতশবাজি উৎসব

জেনেভায় সবচেয়ে দীর্ঘ আতশবাজি উৎসব

সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময়ব্যাপী আতশবাজি উৎসবের আয়োজন করা হয়। শনিবার জাঁকজমকপূর্ণ এই প্রদর্শনী উপভোগ করতে জড়ো হয় প্রায় চার লাখ মানুষ।

প্রতিবছরের মতো এবারো সুইজারল্যান্ডের বিখ্যাত লেক জেনেভায় হয়ে গেল চোখ ধাঁধানো আতোশবাজি উৎসব। বিশ্বের সবচেয়ে দীর্ঘ আতোশবাজি প্রদর্শনী হিসেবে এটি পরিচিত।

জেনেভা ফেস্টিভ্যালের ৯৫তম বর্ষপূর্তির অংশ হিসেবে আয়োজন করা হয় এই আতোশবাজির প্রদর্শনী। এই আয়োজনে ব্যয় হয় প্রায় সাত লাখ ৩ হাজার ৫শ ৭০ ইউরো।

আতশবাজির পাশাপাশি মঞ্চ মাতানো মিউজিক কনসার্ট এবং বিনোদনের নানা আয়োজন ছিল এই ফেস্টিভ্যালে। জমকালো আতশবাজির সঙ্গে গানের ছন্দের অপূর্ব সমন্বয় ঘটায়। এবারের উৎসবটি বেশি জাঁকজমকপূর্ণ হয়েছে বলে জানায় দর্শনার্থীরা।