DBC News
চলতি মাসের মধ্যে কোটার দাবি পূরণ চায় আন্দোলনকারীরা

চলতি মাসের মধ্যে কোটার দাবি পূরণ চায় আন্দোলনকারীরা

আগামী ৩১শে আগস্টের মধ্যে কোটা সংস্কার বিষয়ে সরকারের কোনো সাড়া না পেলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

রবিবার দুপুরে, শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে এই ঘোষণা দেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক বনি ইয়ামিন মোল্লা।

সকাল ১১টায় রাজু ভাস্কর্যের সামনে এই সমাবেশ হওয়ার কথা থাকলেও একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সেখানে সমাবেশ করায় স্থান পরিবর্তন করে শাহবাগে যান তারা।

সমাবেশে ঈদের আগেই সব বন্দী শিক্ষার্থীকে মুক্তি দেয়ার দেয়ার আহ্বান জানানো হয়। এ সময় সরকারি বিশ্ববিদ্যালয় ছাড়াও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবিও জানানো হয়।

অবস্থান কর্মসূচিতে আটক শিক্ষার্থীদের পরিবারের স্বজনরা অংশ নিয়ে কারাগারে বন্দী তাদের সন্তানের মুক্তি চান।

কর্মসূচিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে অবিলম্বে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করার জন্যও সরকারের কাছে দাবি জানানো হয়। 

সরকারি চাকরিতে কোটার ভিত্তিতে নিয়োগের প্রচলিত ব্যবস্থা সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। তবে চলতি বছর এই দাবিতে ধারাবাহিকভাবে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করছে তারা।

এরই প্রেক্ষিতে গেল ১১ই এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে জানান, 'কোটা থাকলেই সংস্কার, আর কোটা না থাকলে সংস্কারের কোন ঝামেলা নেই। কাজেই কোটা পদ্ধতির দরকার নেই।'

পরে কোটা বাতিল সম্ভব না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের যে কোটা পদ্ধতি তাতে হাইকোর্টের রায় রয়ে গেছে। যেখানে হাইকোর্টের রায়ে আছে যে মুক্তিযোদ্ধাদের কোটা সংরক্ষিত থাকবে। সেখানে আমরা হাইকোর্টের সে রায় কিভাবে ভায়োলেট করব। এ রায় অবমাননা করলে তো আমি কমডেম্প অব কোর্টে পড়ে যাবো।'

তিনি এও বলেন, 'যেখানে কোটা পূরণ হবে না, কোটার যেটা খালি থাকবে তা মেধা তালিকা থেকে নিয়োগ দেয়া হবে। এটা আমরা করে দিয়েছি।'

আরও পড়ুন

সশস্ত্র বাহিনীকে যুগোপযোগী করা হবে: প্রধানমন্ত্রী

দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিক যুগোপযোগী করে গড়ে তোলা হবে। এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট-পিজিআর এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী...

নুসরাত হত্যা: ৪ জনের সাক্ষ্যগ্রহণ আজ

মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষকসহ চারজনের সাক্ষ্যগ্রহণ আজ। অন্যদিকে,মাদ্রাসার বহিষ্কৃত অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ...

এইচএসসি'র ফল প্রকাশ, পাশের হার ৭৩.৯৩%

এইসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও বিভিন্ন শিক্ষ...

এইচএসসির ফল প্রকাশ আজ: যেভাবে মোবাইলে জানা যাবে

আজ বুধবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। বুধবার সকালে, সকল বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান...