DBC News
জম্মু-কাশ্মিরে জঙ্গিদের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' পুলিশ সদস্য নিহত

জম্মু-কাশ্মিরে জঙ্গিদের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' পুলিশ সদস্য নিহত

জম্মু-কাশ্মিরের শ্রীনগরে জঙ্গিদের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

পুলিশ জানান, ভোররাতে বাতমালোতে জঙ্গিরা অবস্থান করছে জেনে পুলিশ তল্লাশি অভিযান চালায়। এ সময় জঙ্গিরা নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করলে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুরুতর আহত হয়েছেন সেন্টাল রিসার্ভ পুলিশ ফোর্সের দুই সদস্য। 

এদিকে, ঘটনার পর সেখানে বাড়তি সতর্কতা অবলম্বন করে সব সড়ক বন্ধ রাখা হয়েছে। বর্তমানে বাতমালোতে মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে বলে জানিয়েছে ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।

বারামুল্লাহ জেলার রাফিয়াবাদে পুলিশের গুলিতে ৫ জন নিহত হওয়ার একদিন পরেই শ্রীনগরে পুলিশ সদস্য হতাহত হওয়ার ঘটনা ঘটলো। সম্প্রতি কাশ্মিরে পুলিশের নিরাপত্তা অভিযানের সংখ্যা আরও বাড়ানো হয়েছে বলে দাবি করেছে ভারতের সংবাদমাধ্যমগুলো।