DBC News
লেবাননে প্রবাসী কল্যান মন্ত্রণালয়ের সচিবের মতবিনিময় সভা

লেবাননে প্রবাসী কল্যান মন্ত্রণালয়ের সচিবের মতবিনিময় সভা

লেবাননে প্রবাসী বাংলাদেশির সঙ্গে মতবিনিময় সভা করেছেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যান মন্ত্রণালয়ের সচিব নমিতা হালদার।

বৈরুত থেকে জসিম উদ্দীন সরকার জানান, শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাসের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডক্টর নমিতা হালদার।

লেবাননের সঙ্গে বাংলাদেশের জনশক্তি সংক্রান্ত চুক্তি না থাকায় প্রবাসীদের সমস্যা পোহাতে হচ্ছে বলে স্বীকার করেন সচিব। তিনি বলেন, লেবানন সরকারের সঙ্গে জনশক্তি রপ্তানি চুক্তির বিষয়টি এগিয়ে নিতে তার এই সফর। নির্দিষ্ট সময় বলা সম্ভব না হলে খুব শিগগিরই এ ব্যাপারে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সভায় লেবাননে নিযুক্ত রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার সহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।