DBC News
ফিরছেন আশরাফুল

ফিরছেন আশরাফুল

দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে মোহাম্মদ আশরাফুলের। তার নামের পাশ থেকে উঠে যাচ্ছে পাঁচ বছরের নিষেধাজ্ঞা। ১৩ আগস্টের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে আর বাধা থাকবে না সাবেক অধিনায়কের। 

আবারও জাতীয় দলের জার্সিতে মাঠে নামার স্বপ্ন দেখছেন তিনি। ব্যক্তি উদ্যোগে লন্ডনে ট্রেইনিং করছেন আশরাফুল। সেখান থেকে ডিবিসি নিউজকে জানিয়েছেন তার পরবর্তী লক্ষ্যের কথা।

টাইগার ক্রিকেটের প্রথম সুপার স্টার। তার হাত ধরেই অনেক প্রথমের দেখা পেয়েছে বাংলাদেশ। জয় করেছেন ভক্তদের মন। শুধু তাই নয়, টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানও তিনি।

তবে, ম্যাচ পাতানোর মতো বড় অপরাধের সাথে জড়িয়ে ক্রিকেট থেকে হয়েছেন নির্বাসিত। অপেক্ষার দিন শেষ। সোমবার উঠে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে তার ৫ বছরের নিষেধাজ্ঞা।

মোহাম্মদ আশরাফুল জানান, পাঁচ বছর এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন তিনি। এসময় বিসিবিসহ সকলেই তাকে সাপোর্ট করেছে। 

ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন দুই বছর আগে। ফেরার মৌসুমটা ভালো করতে না পারলেও গেল মৌসুমে দারুণ পারফরমেন্স করেছেন ৩৪ বছর বয়সী ক্রিকেটার।রেকর্ড এক মৌসুমে করেছেন ৫ সেঞ্চুরি। ২৩ ম্যাচে ব্যাটিং গড় ৪৭ দশমিক ছয় তিন। তাইতো আবারও স্বপ্ন বুনছেন জাতীয় দলে খেলার।

নিজেকে তৈরি করতে লন্ডনের ওভালে ফিটনেস ট্রেইনিং করছেন আশরাফুল। ২০ আগস্ট দেশে ফিরেই নামবেন অনুশীলনে।

২০১৩ বিপিএলে ম্যাচ ফিক্সিং এর দায়ে আট বছরের নিষেধাজ্ঞার শাস্তি পান আশরাফুল। পাশাপাশি জরিমানা গুনেছেন ১০ লাখ টাকা।