DBC News
জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেটের জমি ক্রয়

জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেটের জমি ক্রয়

সৌদি আরবের জেদ্দায় লোহিত সাগরের তীরে বাংলাদেশ কনস্যুলেটের জন্য নিজস্ব জমি কেনা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন কনসাল জেনারেল।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেদ্দা কনস্যুলেট প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। কনসাল জেনারেল এফ. এম. বোরহান উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণেই জেদ্দা কনসুলেটের জন্য আট বিঘা জমি কেনা  সম্ভব হয়েছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ্, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামসুল আলম,পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহা পরিচালক জাহাঙ্গীর আলমসহ কনস্যুলেটে নিযুক্ত কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন ফোরামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।